নবীনগরে আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলার গণিশাহ মাজার প্রাঙ্গনে বড়িকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান লাল মিয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৯নং ওয়ার্ডের কমিশনার, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ.কে.এম মমিনুল হক সাঈদ। নবীনগর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম রিপন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য এ.কে.এম মোজাম্মেল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম সফিক, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, জহির উদ্দিন সিদ্দিক টিটো, সালাহউদ্দিন বাবু, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক আলামিনুল হক আলামিন, শ্রমিকলীগ নেতা ফোরকান উদ্দিন মৃধা, আওয়ামীলীগ নেতা হারুনুর রশিদ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মারুফুর রহমান, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল রোমান, পৌর ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হক লিমন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা বাংলাদেশের অর্থনীতির উন্নতি চায় না , তারাই বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করেছে, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগোচ্ছে, এগিয়ে যাবে। আবেগে নৌকা করলে হবেনা, জাতির পিতার আদর্শ নিয়ে রাজনীতি করতে হবে।