Main Menu

ফেসবুকের প্রতি মায়ের আসক্তি কেড়ে নিল সন্তানকে

+100%-

shahriar8272-1444535697-d8b9a3f_xlargeডেস্ক ২৪:: ছেলে যখন পুকুরে ডুবে যাচ্ছে, তখন মায়ের খেয়াল নেই সে দিকে!

মা ডুবে রয়েছেন ফেসবুকে। লন্ডনের অনতিদূরে, ইস্ট ইয়র্কশায়ারের
বেভারলিতে বাড়ির বাগানে তাঁর দু’বছরের ছেলেকে নিয়ে বসেছিলেন
মা ক্লেয়ার বার্নেট। বাগানের পাশেই পুকুর। শিশুটি বল নিয়ে খেলছিল
আর তার দিকে খেয়াল না রেখে মা ক্লেয়ার ডুবেছিলেন তাঁর ফেসবুকে!
কখন তাঁর ছেলে পুকরে পড়ে ডুবে গিয়েছে, জানতেও পারেননি। যখন
খেয়াল হল মায়ের, তখন আর বিশেষ কিছু করার ছিল না।

শিশুর প্রতি ‘নিষ্ঠুরতা’র দায়ে পাঁচ বছরের কারাদণ্ড হল মায়ের। বিচারক
বলেছেন, ‘‘আপনার অবহেলার জন্যই আপনার শিশু-পুত্রের মৃত্যু হয়েছে।
এর যন্ত্রণা আপনাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। আপনি কিন্তু
একেবারেই অভিভাবকের দায়িত্ব পালন করেননি।’’

সামাজিক মাধ্যম ব্যবহার করাটা কোন ভাবেই নিন্দনীয় নয় কিন্তু তাই বলে
ঘর সংসার আর আপনজনদের ফেলে আপনি কতটা সামাজিক হতে পারবেন।
একটি প্রবাদ আছে “আগে ঘর, তারপর পড়”। নিজের ঘর না সামলিয়ে
আপনি অন্যর ঘরের খবর রেখে কি করবেন?? প্রযুক্তি ব্যবহার করে আপনি
আপনার কাজকে সহজ করে তুলবেন এটাই স্বাভাবিক কিন্তু আপনি নিজেই
যদি প্রযুক্তির দাস হয়ে যান তাহলে কিভাবে জগত সংসার চলবে??






Shares