একীভূত হতে রবি-এয়ারটেল চুক্তি, এয়া্রটেল বদলে যাচ্ছে রবিতে
দুই মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা এবং এয়ারটেল একীভূত হওয়ার চুক্তি করেছে। আজিয়াটার প্রধান কার্যালয় কুয়ালালামপুরে আজ এ চুক্তি হয় বলে জানানো হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে। আগামী দুই মাসের মধ্যে চুক্তি কার্যকর করতে চায় প্রতিষ্ঠান দুটি।
প্রতিষ্ঠান দুটি একীভূত হওয়ার পর রবি নামেই সেবা পরিচালনা করবে। এতে রবি আজিয়াটার মালিকানা থাকবে ৬৮ দশমিক ৩ শতাংশ আর ভারতী এয়ারটেলের ২৫ শতাংশ। বাকী মালিকানা থাকবে জাপানের এনটিটি ডকুমোর। একীভূত হলে রবির গ্রাহক সংখ্যা দাঁড়াবে প্রায় চার কোটিতে। এতে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটরে পরিণত হবে রবি। সাড়ে পাঁচ কোটি গ্রাহক নিয়ে শীর্ষে আছে গ্রামীণ ফোন বাংলা লিংকের গ্রাহক সংখ্যা তিন কোটি ২০ লাখের বেশি। রবি জানিয়েছে, একীভূত হলে বিনিয়োগ বাড়বে তাদের। গ্রাহক পর্যায়ে কমবে কল চার্জ এবং ইন্টারনেট খরচ। ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম একীভূত করার বিষয়ে আলোচনা শুরুর করে প্রতিষ্ঠান দুটি ।