নবীনগরের সাবেক সাংসদ আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেন এর মৃত্যুতে বাহরাইনে শোক সভা
বি এন পি চেয়ারপার্সন,সাবেক প্রধান মন্ত্রী, দেশনেত্রী, বেগম খালেদা জিয়া’র উপদেষ্ঠা কাউন্সিল এর অন্যতম সদস্য, ব্রাহ্মণবাড়িয়া – ৫ – নবিনগর নির্বাচনী আসনের চার বারের নির্বাচিত (সাবেক) সংসদ সদস্য, নবিনগর এর মাটি ও মানুষের একান্ত আপনজন,বিশিষ্ট শিল্পপতি,বীর মুক্তিযোদ্ধা – জননেতা আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেন এর মৃত্যুতে – মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে বাহরাইনে।
গত ১৮ ই মার্চ (শনিবার,) রাত ৮.৩০ মিঃ, মানামা পাকিস্থানি মসজিদ সংলগ্ন মাঠে বাহরাইনস্থ নবিনগর উপজেলা প্রবাসী নেতৃবৃন্দের উদ্যোগে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
বাহরাইন কেন্দ্রীয় বি এন পি’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত উক্ত দোয়া ও স্মরণ সভায় সভাপতিত্ব করেনঃ বাহরাইন বি এন পি কেন্দ্রীয় কমিটি’র সভাপতি ও বাহরাইনস্থ বাংলাদেশ স্কুল এন্ড কলেজ এর ম্যানেজিং কমিটি’র সদস্য জনাব হামেদ কাজী হাসান, বাহরাইন কেন্দ্রীয় বি এন পি’র যুগ্ম সম্পাদক এস এম এইচ সোকার্নো।
সাংগঠনিক সম্পাদক মোকবুল হোসেন মুকুল এর সঞ্চালনায় উক্ত দোয়া ও স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেনঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতি সন্তান, বাহরাইনস্থ তা’লেমূল কোরআন এর সহকারী সেক্রেটারী জেনারেল প্রকৌশলি জনাব বদরুল আলম, গেষ্ঠ অব অনার ছিলেনঃ বাহরাইন কেন্দ্রীয় বি এন পি’র প্রধান উপদেষ্ঠা,লিন্নাস মেডিকেল হাসপাল এর উদ্যোত্বা মোঃ মোজাহিদুল ইসলাম,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেনঃ বাহরাইনস্থ বাংলাদেশ স্কুল এন্ড কলেজ এর ম্যানেজিং কমিটি’র সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও বি এন পি’র উপদেষ্ঠা মোঃ আইনুল হক ও এম,এ করিম অপর উপদেষ্ঠা,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাছির উদ্দিন ও মোঃ শাহজাহান মিয়া, সহ সভাপতি কাজী কাউছার আলম, মোঃ আনোয়ার ফারুক, মহি উদ্দিন আহম্মেদ ও মোঃ ইব্রাহিম মিয়া এবং সাধাররণ সম্পাদক সোহেল আহম্মেদ বাপ্পি প্রমুখ।
এছাড়া ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠন এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া’র প্রতিনিধি ও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বাহরাইন কেন্দ্রীয় বি এন পি’র সহ সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী, প্রচার সম্পাদক হাসনাইন চৌধুরী,যুব বিষয়ক সম্পাদক মোঃ কামাল উদ্দিন,যুবদল সিনিয়র সহ সভাপতি আলা উদ্দিন আলো, স্বেচ্ছাসেবক দল সভাপতি সফি উদ্দিন, শ্রমিকদল সভাপতি ও অন লাইন ফোরার নবিনগর উপজেলা যুবদলের সভাপতি হাজী সামসুজ্জান রাজু, বাহরাইনস্থ ব্রাহ্মনবাড়িয়া জেলা বি এন পি’র সভাপতি আইটি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এ সাচ্চু ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফ ভূঁইয়া, বাহরাইনস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল সভাপতি আলা উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক মোঃমাসুদ, যুগ্ম সম্পাদক ফয়সাল আহম্মেদ নিলয় এবং সাংগঠনিক সম্পাদক মোঃ সাচ্চু, সাইবার দল সভাপতি আরিফ রানা, শ্রমিক দল সিঃ সহ সভাপতি আল আমিন খাঁন ও সাংগঠনিক সম্পাদক আমির খন্দকার এবং বাহরাইনস্থ মুক্তিযোদ্ধা প্রজন্মদলের সিঃ সহ সভাপতি সুজন মোল্লা, মানামা মহানগর বি এন পি’র সভাপতি মোঃ নূরুল হক, সিঃ সহ সভাপতি রফিকুল হক, সহ সভাপতি মোঃ আব্দুলাহ্,সোহরাব হোসেন,ইনাম মিয়া ও এনামূল হক রতন, সাধারণ সম্পাদক প্রকৌশলি মোঃ বেলাল,
সাংগঠনিক সম্পাদক লিয়াকত খাঁন,যুগ্ম সম্পাদক মোয়াজ্জম ও রুবেল,প্রচার সম্পাদক সোহেল এবং ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ আনোয়ার হোসেন,দপ্তর সম্পাদক আব্দুল হাই, এবং প্রস্তাবিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আল আমিন খোকা ও জাহাঙ্গীর প্রমুখ।
আরো উপস্থিত ছিলেনঃ বাহরাইনস্থ বাংলাদেশ সোসাইটি’র সাধারণ সম্পাদক মোঃ মাজাহারুল ইসলাম বাবু এবং সোসাইটি’র ট্রেজাজার ও বাহরাইনস্থ ব্রাহ্মণবাড়িয়া তিতাস ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মাজহারুল হক ভূঁইয়া নয়ন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুলাহ্ মোঃ জসিম, মোঃ কাদির, অনলাইন বাংলা নিউজ ২৪ ডটকম এর বাহরাইন করসপন্ডেট মোসাদ্দেক হোসেন সাইফুল,দেশ বিদেশ পত্রিকার বাহরাইন প্রতিনিধি মোঃ বুলবুল,প্রথম আলো পত্রিকা ও এটি এন বাংলা’র বাহরাইন প্রতিনিধি বশির আহম্মেদ, বাংলাভিশন এর বাহরাইন প্রতিনিধি এম এ কাদের,এন টিভি’র বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন ও মোঃ নাহিদ প্রমুখ।
এছাড়া ও বাহরাইনস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা’র সকল উপজেলা ও বিশেষ করে নবিনগর উপজেলা’র বিপুল সংখ্যক প্রবাসী নেতৃবৃন্দ উক্ত দোয়া ও স্মরণ সভায় উপস্থিত ছিলেন,।
দোয়া ও স্মরণ সভায় উপস্থিত নেতৃবৃন্দ সদ্য প্রয়াত নেতা মরহুম কাজী মোঃ আনোয়ার হোসেন এর বর্নাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন যে, মরহুম কাজী মোঃ আনোয়ার হোসেন ছিলেন কর্মীবান্ধব পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ, তিনি নবিনগর এর মাটি ও মানুষের সুখে দুঃখে সুদীর্ঘ ৩২ বছর অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত ছিলেন বলেই তিনি নবিগর এর প্রতিটি মানুষের হৃদয়ে আলাদা একটি স্থান করে নিয়ে ছিলেন, যে কারনে নবিনগরের জনগন তাহাকে বিপুল ভোটের মাধ্যমে চার বার সংসদ সদস্য নির্বাচিত করে ছিলেন। তাহার অকাল মৃত্যুতে নবিনগর বাসী হারালো তাদের এক অকৃত্রিম বন্ধু,আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি হারালো দেশ ও দলের এক নিবেদিত প্রাণ পুরুষ কে,
তাহার এই শুন্যতা কখনো পূরণ হবার নয়।
এছাড়া ও, উক্ত দোয়া ও স্মরণ সভায় বাংলাদেশ থেকে টেলিকনফান্স করে বক্তব্য রাখেন, মরহুম কাজী আনোয়ার হেসেন সাহেব এর সুযোগ্য সন্তান কাজী নাজমূল হেসেন তাপস, নবিনগর পৌর সভার মেয়র মাঈন উদ্দিন মাঈনু এবং নবিনগর উপজেলা বি এন পি’র সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বি এন পি’র সিঃ যুগ্ম সম্পাদক- এডভেকেট আনিছুর রহমান মুঞ্জু।
পরিশেষে, সদ্য প্রয়াত নেতা মরহুম কাজী মোঃ আনোয়ার হোসেন এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং তাহার শোক সন্তপ্তো পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া করা হয়।প্রেস রিলিজ