জুয়ার অভিযোগে ১১ বাংলাদেশি গ্রেপ্তার
সৌদী আরবের তাইফ এলাকায় ১১ বাংলাদেশিকে জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। সেইসাথে ২১ হাজার ৯৮৮ সৌদী রিয়ালও উদ্ধার করা হয়েছে।
এক বিবৃতিতে স্থানীয় পুলিশ আরব নিউজকে জানায়, টেলিভিশন সড়কের এক ভবনে জুয়ার আসর বসেছিল। সেখানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ১১ জনকে।
পুলিশের মুখপাত্র আথে আল কোরেশি বলেন, “আমরা তাদের কাছ থেকে চারটি ছুরিও উদ্ধার করেছি।”
স্থানীয়দের ইঙ্গিতেই পুলিশ জানতে পারে তাইফ এলাকার ওই ভবনে জুয়ার আসর বসে। সেই সূত্র ধরেই সেখানে অভিযান চালিয়েছে পুলিশ। এই অভিযান পরিকল্পবা মাফিক ছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা ভাবছে তাইফ পুলিশ। তবে এর আগে গোয়েন্দা বিভাগের কাছে এদের হস্তান্তর করা হবে। তারপর বিচারিক প্রক্রিয়া শুরু করবে পুলিশ।
« মেড্ডার কালভৈরব (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) সরাইল কৃষি অফিসে বিদ্যুতের অপচয় »