কাতারে বাংলাদেশ স্কুল এন্ড কলেজে এইচএসসি পাসের হার ৯২.৫৯ শতাংশ
আমিনুল ইসলাম,কাতার প্রতিনিধিঃ বাংলাদেশের সাথে মিল রেখে কাতারেও প্রকাশিত হয়েছে এইচএসসি পরীক্ষার ফলাফল। বাংলাদেশি একমাত্র
শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ এম.এইচ.এম স্কুল এন্ড কলেজে ২০১৮ সালে এইচএসসি পাসের হার ৯২.৫৯ শতাংশ।
শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ এম.এইচ.এম স্কুল এন্ড কলেজে ২০১৮ সালে এইচএসসি পাসের হার ৯২.৫৯ শতাংশ।
পরীক্ষার্থী ৫৪ থাকলেও মোট পাস ৫০,জিপিএ-৫ পেয়েছে ২জন।গড় পাসের হার ৯২.৫৯ শতাংশ।বাংলাদেশে পাসের হার ৬৬.৬৪ শতাংশ হলেও কাতারে পাসের হার ৯২.৫৯ শতাংশ।
অংশগ্রহণকারী বেশি পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন বলে জানিয়েছেন অধ্যক্ষ জসিম উদ্দীন আহমদ।
দেশে তুলনায় প্রবাসে এমন ঈর্ষণীয় ফলাফলে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমণ্ডলীকে অভিনন্দন জানিয়েছেন স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও রাষ্ট্রদূত আসুদ আহমদ এবং বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আনোয়ার খুরশেদ (অবঃ)।
« কসবায় আইনমন্ত্রীর বড় বোনের স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নবীনগরে একটি কলেজ থেকে পাস করেনি কেউ »