বাংলাদেশ দূতাবাস রিয়াদের কনস্যুলার টীম নিম্নোক্ত তারিখে কন্সুলার সার্ভিস প্রদান করবে
বিল্লাল হোসনঃ সৌদিআরব থেকেঃ বাংলাদেশ দূতাবাস রিয়াদের কনস্যুলার টীম নিম্নোক্ত তারিখে সাথে বর্ণিত এলাকায় অবস্থান করে কন্সুলার সার্ভিস প্রদান করবে।
১৮-১৯ ডিসেম্বর ২০১৫= “বুরাইদা, আলক্বাসিম,
২৫-২৬ ডিসেম্বর ২০১৫= হুফুফ, আল আহসা,
১-২ জানুয়ারি ২০১৬= হাফরুল বাতিন,
৮-৯ জানুয়ারি ২০১৬= হাইল,
*উপরোক্ত এলাকা এবং এর পাশ্ববর্তী এলাকায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকগণ উপরোক্ত তারিখে উপস্থিত হয়ে কন্সুলার সার্ভিস গ্রহণ করতে অনুরোধ জানানো হলো।
*এমআরপি (ডিজিটাল) পাসপোর্টের আবেদন গ্রহণ করা হবে। আবেদন পত্র অনলাইন না করা থাকলেও কোন সমস্যা নেই। বিনামূল্যে ফরম সংগ্রহ করে হাতে লিখে পূরণ করে জমা দেয়া যাবে।
*MRP পাসপোর্টের ফিঃ ১২৫ রিয়াল। জন্মনিবন্ধনের ফি ২০ রিয়াল।
*আবেদন ফরম হাতে লিখা হলেও কোন সমস্যা নেই।
বিস্তারিত জানতে ফোন করুন ০১১৪১৯৫৩০০ এক্স-০/১১
« সৌদি আরবে চালু হতে যাচ্ছে প্রথম সিনেমা হল! (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) আমাদের দুর্ভাগ্য আমরা বাংলাদেশি ? »