বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসার ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব
সংবাদদাতা :: ওমরাহ ভিসা খুলে দিয়েছে সৌদি আরব সরকার। গত মার্চ মাসের শেষ দিক থেকে এ ভিসা বন্ধ রেখেছিল সৌদি আরব কর্তৃপক্ষ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন এ তথ্য জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, গত ১৪ ডিসেম্বর ওমরাহ ভিসা খুলে দেওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সৌদি সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার (২০ ডিসেম্বর) ধর্ম মন্ত্রণালয়কে চিঠি দিয়ে তা জানিয়েছে।
ওমরাহ ভিসার মাধ্যমে হাজার হাজার বাংলাদেশি সৌদি আরবে রয়ে গেছেন, এজন্য এ ভিসা বন্ধ করে দেয় সৌদি আরব। এ পরিপ্রেক্ষিতে ধর্ম মন্ত্রণালয় ওমরাহ এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
« আখাউড়ায় ফের দুই কাউন্সিলর প্রার্থীকে শোকজ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) স্বাধীন বাংলা বেতারের শব্দ সৈনিক রাশিদুল হোসেন মারা গেছেন, উত্তর মোড়াইলে জানাজা শেষে দাফন »