Main Menu

আশরাফুলের উপর থেকে ঘরোয়া ক্রিকেটে খেলার নিষেধাজ্ঞা উঠল

+100%-

mohammad-ashraful-580x360ডেস্ক ২৪::  প্রাক্তন অধিনায়ক মহম্মদ আশরাফুলের উপর থেকে আংশিকভাবে নির্বাসন তুলে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার থেকে নির্বাচিত ঘরোয়া প্রতিযোগিতাগুলিতে খেলতে পারবেন আশরাফুল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত থাকার কথা প্রকাশ্যে স্বীকার করে নেওয়ার পর ২০১৪ সালে আট বছরের জন্য নির্বাসিত হন আশরাফুল। পাশাপাশি তাঁকে দু বছরের জন্য সাসপেন্ডও করা হয়।

সেই নির্বাসনের বিরুদ্ধে আবেদন জানিয়েছিলেন তিনি। আপিল প্যানেল ২০১৪ সালের সেপ্টেম্বরে নির্বাসনের সাজা কমিয়ে পাঁচ বছর করে। পরের মাসেই আপিল প্যানেলের এই রায়ের বিরুদ্ধে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে আবেদন জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আইসিসি। যদিও পরে সেই আবেদন তুলে নেওয়া হয়।

আশরাফুলের সাসপেনশনের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। ফলে তিনি এ মাস থেকেই ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন। যদিও ২০১৮ পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে পারবেন না। ঘরোয়া ক্রিকেটে কোন প্রতিযোগিতাগুলিতে আশরাফুলকে খেলার অনুমতি দেওয়া হবে, সে বিষয়ে আইসিসি-র পরামর্শ চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।






Shares