Main Menu

গাভাস্কারের হুঙ্কার, ‘দলে মাশরাফির কাজটা কি!’

+100%-

Mashrafe Mortaza_Sunil Gavaskarম্যাচটা তখন শেষ। ব্যাঙ্গালুরুতে সাকলাইন সজীবকে মিড উইকেট দিয়ে বাউন্ডারির বাইরে পাঠিয়ে অস্ট্রেলিয়াকে তিন উইকেটের জয় ছিনিয়ে আনেন জেমস ফকনার। পাকিস্তানের পর এবার অস্ট্রেলিয়ার বিপক্ষেও হারলো বাংলাদেশ। মাত্র দুই ম্যাচের ‘বাজে’ পারফরম্যান্সের পরই মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্ব নিয়ে উঠলো প্রশ্ন। আর সেখানে সবচেয়ে কড়া সমালোচনাটা করলেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার। ওই সময়ে ধারাভাষ্যকক্ষেই ছিলেন তিনি। বললেন, ‘দলে মাশরাফির কাজটা কি! আজ ও মাত্র এক ওভার বল করেছে। ব্যাট করার প্রয়োজনই আসেনি। তাহলে দলে মাশরাফির ভূমিকা কি? অধিনায়কত্ব? আচ্ছা, এবার ও এই একটা কাজও ঠিক ঠাক মত করতে পারলো না!’ তবে, শুধু সুনীল গাভাস্কারই নন, তার সাথে গলা মেলালেন ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলেও। বললেন, ‘দলে মাশরাফির জায়গা হয়েছে অধিনায়কত্বের জন্য। তবে, সত্যি কথা হল এবার তিনি অধিনায়কত্বের পূর্ণ নাম্বার পাচ্ছেন না!’ জানিয়ে রাখা ভাল, ২৮ টি ওয়ানডেতে অধিনায়কত্ব করে মাশরাফি হেরেছেন মাত্র আটটিতে। অন্যদিকে ২১ টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দেয়া মাশরাফির জয় নয়টিতে।






Shares