আমিই সর্বশেষ ব্যালন ডি অর জয়ী: কাকা
২০১০ সালের পর ফিফা বর্ষসেরা খেলোয়াড় এর সাথে একত্রীকরণ করে ‘ফিফা ব্যালন ডি অর’ পুরস্কার প্রবর্তন করা হয়। এর আগে যা ‘ব্যালন ডি অর’ নামেই প্রচলিত ছিল। ব্রাজিল সুপারস্টার কাকার মতে, এ গ্রহের সর্বশেষ ব্যালন ডি অর জয়ী ফুটবলার তিনি।
২০০৭ সালে ব্যালন ডি অর পুরস্কার জেতে
ন কাকা। ব্রাজিল তারকার পর ২০০৮ সালে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং ২০০৯ সালে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এ পুরস্কার পান।
২০১০ সালের পর থেকে ২০১৪ সাল পর্যন্ত মেসি এবং রোনালদো ভাগাভাগি করে নিয়েছেন ফিফা ব্যালন ডি অর। ২০১০, ২০১১ এবং ২০১২ সালের ফিফা ব্যালন ডি অর জেতেন মেসি। আর ২০১৩ ও ২০১৪ সালে এ পুরস্কান ঘরে নিয়ে যান রোনালদো।
ফিফা ব্যালন ডি অর না জিতলেও মেসি ও রোনালদোর আগে ব্যালন ডি’অর জিতেছেন কাকা। তাই নিজেকে এই গ্রহের সর্বশেষ ব্যালন ডি’অর জয়ী বলে দাবি করেছেন তিনি।
এ প্রসঙ্গে ব্রাজিলের সাবেক অধিনায়ক বলেন, রোনালদিনহো, রোনালদো, মেসি এবং আমি ব্যালন ডি’অর জিতেছি, যারা এখনও ফুটবল মাঠে উপস্থিত। আমরা এখনো ফুটবল খেলছি। গ্রেট এ ফুটবল তারকাদের মাঝে নিজেকে দেখতে পেরে আমি সত্যিই গর্বিত। মেসি ও রোনালদোর আগে ব্যালন ডি’অর জয়ী ছিলাম আমি। তারা দু’জনই ফিফা ব্যালন ডি অর জয়ী। তাই আপনারা বলতে পারেন, এ গ্রহে ব্যালন ডি অর জয়ীর তালিকায় আমি সর্বশেষ এ পুরস্কারটি পেয়েছি।
২০০৭ সালে এসি মিলানে খেলার সময় কাকা ব্যালন ডি অর জেতেন। ছয় মৌসুম মিলানে খেলে তিনি পাড়ি জমান রোনালদোর বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদে। চার মৌসুম স্প্যানিশ জায়ান্টদের দলে খেলে আবারো মিলানে ফেরেন ব্রাজিলের হয়ে ৯০ ম্যাচ খেলা কাকা। দুই মেয়াদে মিলানের হয়ে ৩০৮ ম্যাচ খেলেন রিয়ালের হয়ে ১২০ ম্যাচ খেলা ব্রাজিল তারকা।