Main Menu

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের বিদায় অনুষ্ঠান

+100%-

management group

মনিরুজ্জামান পলাশ :: সোমবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের (২০০৯-২০১০ শিক্ষাবর্ষ) বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।

জানা গেছে, সকাল ১০টা থেকে বিভাগের নিজস্ব ক্যম্পাসে এ অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে। পুরো অায়োজনকে তিনভাগে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে মানপত্র পাঠ, শিক্ষার্থীদের অনুভূতি ব্যক্তকরণসহ আলোচনাসভা। দ্বিতীয় পর্বে উপস্থিত অতিথিদের মাঝে খাবার পরিবেশন করা হবে। শেষ পর্বে থাকছে নাচ,গান, কবিতা, কৌতুক, অভিনয়সহ বর্ণাঢ়্য আয়োজন।

এদিকে, আজ রবিবার দিনভর শিক্ষার্থী ও শিক্ষকদের এ অনুষ্ঠানকে ঘিরে ব্যস্ত সময় অতিবাহিত করতে দেখা গেছে। ক্যাম্পাসকে রাঙানো ও সাজসজ্জার কাজে শিক্ষার্থীরা স্বতস্ফুর্ত ভাবে অংশ নেয়। সকাল থেকেই শেষ বারের মত নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত ছিল উপস্থাপক-উপস্থাপিকা থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরির অংশগ্রহণকারীরা।

এ আয়োজনকে ঘিরে কলেজ ক্যাম্পাস এলাকায় উৎসব আমেজ বিরাজ করছে।






Shares