Main Menu

ডিগ্রিতে পাসের হার ৭১ দশমিক ৪৯

+100%-

nu1

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৩ সালের ডিগ্রি (পাস) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ডিগ্রির চূড়ান্ত পরীক্ষায় এক লাখ ৫১ হাজার ৫৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন এক লাখ ৮ হাজার ৩৫৭ জন। এর মধ্যে প্রথম বিভাগ পেয়েছেন ৮ হাজার ৭৫১ জন। দ্বিতীয় বিভাগ পেয়েছেন ৮২ হাজার ১৮ জন এবং তৃতীয় বিভাগ পেয়েছেন ১৭ হাজার ৪৪০ জন। এ ছাড়া শুধু পাস করেছেন ১৪৮ জন। হিসাব অনুয়ায়ী গড় পাসের হার ৭১ দশমিক ৪৯ শতাংশ।
এ ছাড়াও সার্টিফিকেট কোর্স পরীক্ষায় দুই হাজার ৪৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন এক হাজার ৩৬৯ জন। একই সঙ্গে ডিগ্রির প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের ফলও প্রকাশ করা হয়।
এ বছর ক্রাশ প্রোগ্রাম অনুযায়ী গত ২০ জুন লিখিত পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে এ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) ও www.nubd.info ফল জানা যাবে। এ ছাড়াও মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েও পরীক্ষার ফলাফল ঘরে পাওয়া যাবে। মোবাইলে ফল পেতে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে nu deg Roll No লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএসএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।






Shares