Main Menu

জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ মারা গেছেন

+100%-

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ মারা গেছেন। রবিবার সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে, শনিবার জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের জানান, সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের লিভার ও কিডনি পুরোপুরি কাজ করছে না।

তিনি আরও বলেন, সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসকরা আশাবাদী, তার সুস্থতার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যতদিন পর্যন্ত চিকিৎসা চালানো সম্ভব চিকিৎকরা চেষ্টা চালিয়ে যাবেন। এরশাদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তিনি।

৯০ বছর বয়সী সাবেক সামরিক শাসক এরশাদ দীর্ঘদিন রক্তের রোগ মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোমে ভুগছেন। তার অস্থিমজ্জা পর্যাপ্ত হিমোগ্লোবিন উৎপাদন করতে পারছে না।

গত ২২শে জুন সকালে গুরুতর অসুস্থ অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করার পর এরশাদের ফুসফুস ও কিডনিতে সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। গত ৪ জুলাই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়।






Shares