ব্রাহ্মণবাড়িয়া ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
![+](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ায় সদর মডেল থানা ও কমিউনিটি পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে, গ্রাম পুলিশের মধ্যে ছাতা বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকালে শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চ ময়দানে অনুষ্ঠিত ওপেন হাউজ ডের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার)।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ হাসনাত মোর্শেদ ভূইয়া, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি অ্যাডভোকেট এস.এম ইউসুফ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোঃ মহসিন, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, জেলা নাগরিক কমিটির সভাপতি ডাঃ বজলুর রহমান ও জেলা বিএমএর সভাপতি ডাঃ আবু সাঈদ।
বক্তব্য রাখেন সাংবাদিক মনজুরুল আলম, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, সাংবাদিক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোরায়রা, পৌর কাউন্সিলর সাদেকুর রহমান শরীফ, ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান, জেলা বাস মালিক সমিতির সভাপতি মোঃ মমিন মিয়া, ইউপি সদস্য শরীফা বেগম ও ফজলুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহাকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে একশ গ্রাম পুলিশের মধ্যে ছাতা বিতরণ এবং দুই শতাধিক কৃতি শিক্ষার্থীকে সনদ ও পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক মোঃ মনির হোসেন।