Main Menu

জাতীয় পতাকার অবমানকারী যুবদলের নেতার ফাঁসির দাবীতে বিক্ষোভ : নরসিংদী পুলিশের হাতে গ্রেফতার

+100%-

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতীয় পতাকা অবমাননা করার প্রতিবাদে  শনিবার ২০ ডিসেম্বর দুপুরে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে কসবা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোঃশহিদুল্লাহর সভাপতিত্বে প্রতিবাদ সভায়  প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন ভুইয়া বকুল,উপজেলা আওয়ামীলীগ আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী,সাবেক পৌর প্রশাসক এড.একে এম আজিজুর রহমান,কসবা মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার আবু ছাইয়েদ,কসবা উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব সফিকুল ইসলাম ভুইয়া রংগু প্রমুখ। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সামসুল হক,বীর মুক্তিযোদ্ধা জহিরুল আলম,উপজেলা যুবলীগ নেতা গোলাম আজম,ফায়েজ আহাম্মেদ খন্দকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান উদ্দিন জুয়েল,যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, প্রমুখ। প্রতিবাদ সভাটি পরিচালনা করেন কসবা উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য তারেক মাহমুদ। প্রতিবাদ সভায় বক্তারা জাতীয় পতাকা অবমানকারী উপজেলার বায়েক ইউপির ৯নং ওয়ার্ডের জাতীয়তাবাদী (বিএনপি) যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের ফাঁসি সহ দৃষ্টান্তমূল শাস্তির দাবী জানান। মুক্তিযোদ্ধা,সাংবাদিক, শিক্ষক ও ছাত্র জনতা বিচারের দাবীতে উপজেলার প্রধান প্রধান রাস্তায় বিক্ষোভ প্রদর্শণ করে প্রতিবাদ সভায় গিয়ে মিলিত হন। উল্লেখ্য যে,গত ১৭ ডিসেম্বর কসবা থানায় হুমায়ুনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার দায়ে একটি সাধারণ ডাইরী ভুক্ত করা হয়েছিল। অবশেষে  গতকাল শনিবার কসবা থানা অফিসার ইনচার্জ(তদন্ত) মফিজ উদ্দিন ভুইয়া গোপন সংবাদের ভিওিতে  পুলিশ ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে নরসিংদী এলাকা থেকে হুমায়ন কবীরকে রাতে গ্রেফতার করেছেন ওসি তদন্ত জানান।






Shares