Main Menu

‘বিজয় উল্লাস ছড়িয়ে দিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে জেলা পুলিশের উদ্যোগে শুকনা খাবার বিতরণ’

+100%-

গত ১৬ ডিসেম্বর ২০১৪খ্রিঃ বিকাল ৩টায় স্বাধীনতার ৪৩ বছর ও মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে শহরের পাইকপাড়াস্থ ইনার আইজ হোস্টেল ফর ব্লাইড গালর্স এ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পুলিশ সুপার জনাব মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার) শুকনা খাবার সামগ্রী বিতরণ করেন। খাবারের পরিমাণ হিসেবে ০১ বস্তা চাল, ১০ কেজি ডাল, ১০ লিটার তৈল,০২ কেজি মিস্টি ও ২৪ পিস কমলা দেয়া হয়। পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া তার বক্তব্যে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মহান বিজয় দিবসের বিজয় উল্লাস ছড়িয়ে দেয়ার জন্য এ ছোট্ট উদ্যোগ নেয়া হয় বলে জানান। এছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের সার্বিক সহযোগিতা প্রদান করা হবে মর্মে আশ্বাস প্রদান করেন।

 

“পুলিশ লাইন্স, ব্রাহ্মণবাড়িয়া বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট-২০১৪ অনুষ্ঠিত”


গত ১৬ ডিসেম্বর ২০১৪খ্রিঃ বিকাল ৪টায় মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স, ব্রাহ্মণবাড়িয়ার মাঠে মহান বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট-২০১৪ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা পুলিশের ০৪টি দল অংশগ্রহণ করেন। পরবর্তীতে চূড়ান্তপর্বে শহীদ আব্দুল মান্নান বীর বিক্রম এর দল এবং শহীদ এসআই ইসমাইল সরকার এর দলের মধ্যে প্রতিযোগিতা হলে শহীদ এসআই ইসমাইল সরকার এর দল জয়লাভ করে। বিজয়ী দলের নেতৃত্ব দেন জনাব মোহাম্মদ মাহবুব আলম খান, সিনিয়র এএসপি, ডিএসবি, ব্রাহ্মণবাড়িয়া এবং রানার্সআপ দলের নেতৃত্ব দেন জনাব মোঃ শফিকুল ইসলাম, সিনিয়র এএসপি, সদর দপ্তর, ব্রাহ্মণবাড়িয়া। খেলা শেষে পুলিশ সুপার জনাব মোঃ মনিরুজ্জামান পিপিএম(বার) বিজয়ী ও রানার্সআপ দলের সদস্যদের পুরস্কার প্রদান করেন।






Shares