আজীবন এই পৌরসভার উন্নয়ন ও পৌরবাসীর মঙ্গল করে যাব-গণসংবর্ধনা গ্রহন কালে মেয়র মোঃ হেলাল উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, জননেতা মোঃ হেলাল উদ্দিনের ফিলিপাইনে সফল সফর শেষে ব্রাহ্মণবাড়িয়া আগমন উপলক্ষে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বিকালে পৌর পরিষদের আয়োজনে পৌর মাহবুবুল হুদা সভা কক্ষে অনুষ্ঠিত উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপত্তিত্ব করেন পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র শাহ মোঃ নাসিম মিয়া। স্বাগত বক্তব্য রাখেন পৌর সচিব মোঃ ইসহাক ভূঞা। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কাউন্সিলর বৃন্দ, পৌরসভা কর্মকর্তা-কর্মচারি বৃন্দ, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ, শহর আওয়ামীলীগ, ওয়ার্ড আওয়ামীলীগ, জেলা যুবলীগ, সদর উপজেলা যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলালীগ, শ্রমীক লীগ, জেলা ছাত্রলীগ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সংবর্ধনা অনুষ্ঠানে অনুভুতি ব্যক্ত করে এবং মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান। গণ সংবর্ধনা গ্রহন করার পর অনুভূতি ব্যক্ত করে মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেন, ফিলিপাইন সফর শুধু আমার জন্যই নয় পুরো ব্রহ্মণবাড়িয়া বাসির জন্য এক গৌরব ও আনন্দের বিষয়। এর আগেও আমি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমন করেছি। ব্রাহ্মণবাড়িয়া বাসি আমাকে ভালোবেসে এই পৌর সভায় দুইবার মেয়র হিসেবে নির্বাচিত করেছে। আমি আজীবন এই পৌরসভার উন্নয়ন ও পৌরবাসীর মঙ্গল করে যাব। তিনি বলেন আমি মেয়র নির্বাচিত হবার পর প্রাচিন এই পৌরসভা কে সুন্দর পরিছন্ন পৌরসভা হিসেবে গড়ে তুলতে চেষ্টা করে যাচ্ছি। ফিলিপাইন সফরের অভিজ্ঞতা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভা গড়তে আমি আপনাদের সর্বাত্বক সহযোগিতা চাই। তিনি সংবর্ধনায় সভায় উপস্থিত হবার জন্য সকল কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অন্তর্গত নগর উন্নয়ন তহবিল (বিএমডিএফ) প্রকল্পের আওতায় ১০ দিন ব্যাপি শিক্ষা সফরে গত ৬ ডিসেম্বর ফিলিপাইনের সফর করেন। সফর শেষে গতকাল ১৫ ডিসেম্বর সোমবার ব্রাহ্মণবাড়িয়া পৌছেন। সফরে তিনি ফিলিপাইনের রাজধানী ম্যানিলা সহ ফিলিপাইনের বিভিন্ন শহর সফর করেন। এ সকল স্থানে ফিলিপাইনের স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণ ও রাজস্ব ব্যবস্থার উপর আলোচনা সহ নগর উন্নয়ন পরিকল্পনা ও পরিচালন সম্পর্কৃত বিভিন্ন বিষয়ে কর্মশালায় অংশ গ্রহন করেন। উল্লেখ্য মেয়র হেলাল উদ্দিন ইতোপূর্বে ভারত, ইন্দোনেশীয়া, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, সৌদি আরব, জাপান, লন্ডন সফর করেছন। এবার তিনি ফিলিপাইন সফর করলেন।প্রেস বিজ্ঞপ্তি