২২ জন পুলিশ অফিসার ও ফোর্সকে সম্মামনা প্রদান করেন ডিআইজি মো: শফিকুল ইসলাম
১৩ ডিসেম্বর ২০১৪খ্রিঃ সকাল ১০ টায় জনাব মোহাঃ শফিকুল ইসলাম, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে অনুষ্ঠিতব্য বিশেষ কল্যাণ সভা ও জেলা পুলিশের প্যারেড পরিদর্শন করেন। এছাড়া পুলিশ লাইন এর রিজার্ভ অফিস, রেশন স্টোর, অস্ত্রাগার এবং যানবাহন শাখাও পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ মনিরুজ্জামান পিপিএম(বার), পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া, জনাব মোঃ শফিকুল ইসলাম, সিনিয়র এএসপি, সদর দপ্তর, জনাব মোহাম্মদ মাহবুব আলম খান, সিনিয়র এএসপি, ডিএসবিসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ। পরিদর্শন শেষে ডিআইজি মহোদয় জেলা পুলিশ কর্তৃক আয়োজিত বিশেষ কল্যাণ সভায় যোগদান করে সেখানে উপস্থিত বিভিন্ন পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের সমস্যার কথা শুনেন এবং তার আশু সমাধানের আশ্বাস প্রদান করেন। এছাড়া বাংলাদেশ পুলিশের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ভাল কাজের স্বীকৃতি স্বরূপ ২২ জন অফিসার ও ফোর্সকে ডিআইজি মহোদয় নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন। বিশেষ কল্যাণ সভা চলাকালীন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের কল্যাণার্থে প্রাথমিক পর্যায়ে ১০০ জন পুলিশ সদস্যকে হেপাটাইটিস-বি ভ্যাকসিন প্রদানের জন্য ডিআইজি মহোদয় ভ্যাকসিনেশন প্রোগ্রাম উদ্বোধন করেন। জেলা পুলিশ কর্তৃক আয়োজিত বিশেষ কল্যাণ সভা শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পুলিশ লাইন্স, ব্রাহ্মণবাড়িয়ার জামে মসজিদের ২য় তলার শুভ উদ্বোধন এবং আছরের নামাজ আদায় করেন। পরবর্তীতে ডিআইজি মহোদয় মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় এবং তাদের সাথে পুলিশ লাইন ডাইনিং হলে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।
ডিআইজি মহোদয় পুলিশ লাইন্স,ব্রাহ্মণবাড়িয়া পরিদর্শন শেষে সদর সার্কেল অফিসস্থ অফিসার্স ক্লাবের ভিত্তি প্রস্তর এর শুভ উদ্বোধন করেন। বিকাল ৪টায় ডিআইজি মহোদয় পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়ার কার্যালয়ের ৩য় তলায় নবনির্মিত অফিস ভবনের শুভ উদ্বোধণ করেন। অফিস ভবন উদ্বোধণ শেষে ডিআইজি মহোদয় ব্রাহ্মণবাড়িয়া জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে জেলা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা সফর শেষে তিনি সন্ধ্যা ৭ টায় মহানগর গোধূলী ট্রেনযোগে কুমিল্লা জেলার উদ্দেশ্যে রওয়ানা হয়ে যান।প্রেস বিজ্ঞপ্তি