Main Menu

আশুগঞ্জে আ’লীগের পাল্টাপাল্টি আহবায়ক কমিটি গঠন, উত্তেজনা, পুলিশ মোতায়েন

+100%-

শামীম উন বাছির ::ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা আওয়ামী লীগের পাল্টা পাল্টি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। পক্ষে-বিপক্ষে মিছিল ও দলীয় কার্যালয়ে সমাবেশ করেছে আওয়ামীলীগের দুই গ্র“পই। এতে এলাকায় বিরাজ করছে চরম উত্তেজনা। পরিস্থিতি মেকাবেলায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল বুধবার রাতে ২টি আহবায়ক কমিটি গঠন, মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগের দুই গ্র“পের নেতাকর্মীরা। গতকাল বুধবার সন্ধায় জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজী সফিউল¬াহকে আহবায়ক, সাবেক সাধারণ সম্পাদক আবু নাসের আহম্মেদ, সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মোঃ হানিফ মুন্সি ও মোঃ খোরশেদ আলমকে যুগ্ম আহবায়ক করে আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৪৯ সদসস্যের একটি আহবায়ক কমিটি ঘোষনা করে। এই কমিটিকে প্রত্যাখান করে একই সময়ে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সমাবেশ আহবান করে উপস্থিত দলীয় নেতাকর্মীদের সর্ব সম্মতিক্রমে আওয়ামীলীগের প্রবীণ নেতা হাজী মাহবুবুর রহমানকে আহবায়ক, উপজেলা আওয়ামীলগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মোঃ হানিফ মুন্সি, আবুল খায়ের ও মোঃ মোয়াজ্জেম হোসেন মাজুকে যুগ্ম আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট আরেকটি আহবায়ক কমিটি গঠন করে আওয়ামীলীগের একাংশের নেতারা। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কার্যালয়ের সামনে হাজী মাহবুবুর রহমানের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্টিত হয়। অপরদিকে জেলা থেকে নবগঠিত আহবায়ক কমিটি ঘোষনা করার পর বুধবার রাতে উপজেলা আওয়ামলীগের সাবেক সভাপতি হাজী সফিউল্লাহ মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক আবু নাসের আহম্মেদের নেতৃত্বে অপর অংশের নেতাকর্মীদের একটি আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে নবগঠিত কমিটির আহবায়ক হাজী সফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্টিত হয়। পাল্টাপল্টি কমিটি গঠন ও পক্ষে বিপক্ষে মিছিল সমাবেশের কারনে সদর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোন ধরনের নাশকতা এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ । আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানান, আহবায়ক কমিটি গঠন নিয়ে এলাকায় উত্তেজনা ছিল। পরিস্থিতি শান্ত রয়েছে। নাশকতা এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে।






Shares