Main Menu

আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়-মোকতাদির চৌধুরী এম.পি

+100%-

ডেস্ক ২৪ ॥ প্রধান মন্ত্রীর সাবেক একান্ত সচিব, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। অন্যেরা ক্ষমতায় গেলে নিজেদের ভাগ্যের উন্নয়ন করে। তিনি গতকাল শনিবার রাতে পৌর এলাকার ভাদুঘর বাজারে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হারুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এম.পি শেখ হাসিনার সরকারের আমলে ভাদুঘরে কমিউনিটি ক্লিনিক, বেরিবাঁধ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরে বলেন, পর্যায়ক্রমে ভাদুঘরের সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, বর্তমান সরকার সরকারি সুবিধাসমূহ জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিতে চায়। সে লক্ষ্যে সরকার তৃণমূল জনগণের ভাগ্যের উন্নয়নে কাজ করছে। সরকারের সাফল্য একটি গোষ্ঠীর গাত্রদাহের কারণ হয়েছে। ওরা সরকারকে বেকায়দায় ফেলতে নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। ওদের সম্পর্কে সকলকে সজাগ থাকতে হবে। মোকতাদির চৌধুরী এম.পি বলেন, দল ঠিক থাকলে সকল উন্নয়ন কর্মকান্ড করা যাবে। দল সুসংগঠিত থাকলে শেখ হাসিনার হাত শক্তিশালী হয়। তিনি প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীদেরকে আহবান জানান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এ কে এম এমদাদুল বারী, সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি মঈন উদ্দিন মঈন। প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মাহমুদুল হক ভূঁইয়া। বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি সাদেকুর রহমান শরীফ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডঃ লোকমান হোসেন, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জামাল খান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন দুলাল, জেলা ওলামা লীগের সভাপতি মাওঃ মনিরুজ্জামান খান, জেলা আওয়ামীলীগের সদস্য আজিজুর রহমান বাচ্চু, মুক্তিযোদ্ধা আলী আকবর, কাউন্সিলার আক্তার জাহান, নিলুফা ইয়াছমিন, সাবেক কাউন্সিলার রফিকুল ইসলাম নেহার, আওয়ামীলীগ নেতা প্রতাপ চন্দ্র বিশ্বাস, আব্দুল হাই ডাবলু, জসিম উদ্দিন, ইয়াছিন, জামাল, ইকবাল হাসান, হাবিব মিয়া, তানভীর আহমেদ বাবু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ নেতা আব্দুল আউয়াল। সভা পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা মাসুদ রানা পান্না।






Shares