শান্তি শৃংখলা রক্ষায় সকলকে সহনশীল মোনভাব দেখাতে হবে -মেয়র মোঃ হেলাল উদ্দিন
সেন্দা,শিলাউর,হাবলাউচ্চ,বিরামপুর এর দাঙ্গা শালিশী মিমাংসায় নিস্পত্তি।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সেন্দা,শিলাউর,হাবলাউচ্চ,বিরামপুর গ্রামে গত বছর সংগঠিত গোষ্ঠিগত দাঙ্গা অবশেষে শালিশী মিমাংসায় নিস্পত্তি হয়। এ উপলক্ষে এক শালিসী সভা গতকাল সুলতানপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিচারকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট শালিশ কারক হাজী তাজ মোহাম্মদ ইয়াছিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া,মাছিহাত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ মোশাররফ হোসেন, রামরাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান সেলিম, সাবেক চেয়ারম্যান হাজী মোঃ আব্দুল গফুর, কাউতলির বিশিষ্ট সর্দার মোঃ আবু সাইদ, জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. সারওয়ার ই আলম, জেলা চেম্বারের সহ-সভাপতি আশরাফুল আলম মাহফুজ প্রমুখ। সভায় উভয় পক্ষের বিভিন্ন সমস্যা সমজতার ভিত্তিতে মিমাংসা করা হয় এবং উভয় পক্ষে দাঙ্গায় নিহত ক্ষতি গ্রস্ত পরিবারকে নিজ নিজ পক্ষে ১৫ লক্ষ টাকা করে অর্থিক সহায়তা প্রদান করার সিধান্ত গ্রহন করা হয়। এছাড়া স্থায়ীভাবে দাঙ্গা নিরসণের জন্যও বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়। সভায় উভয় পক্ষ উপস্থিত থেকে সমস্ত সিধান্ত মেনে নেয় এবং পূনরায় যাতে এ ধরনের ঘটনার পূনরাবৃত্তি না ঘটে সেই বিষয়ে নিজেদের অবস্থান ব্যক্ত করে। সভায় মেয়র বলেন, ছোট ছোট ঘটনার সূত্রধরে বড় ধরনের দূর্ঘটনা সৃষ্টি হয়। ছোট ছোট সমস্যা গুলিকে তাৎক্ষনিক ভাবে নিজেরাই মিমাংসা করলে তা আর বৃহৎ আকার ধারণ করে না। অথচ সমাজের মুষ্ঠিয় স্বার্থনেশী কিছু মহল সেই ছোট ঘটনা গুলিকে নিজেদের স্বার্থে ই›ন্ধন দিয়ে বড় করে তোলে। যার ভুক্তভুগী হয় সাধারন মানুষ। তাদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে। তিনি বলেন সমাজের শান্তি শৃংখলা রক্ষায় সাহেব-সর্দার, ছোট-বড়, নারী-পুরুষ সকলকেই সহনশীল মোনভাব দেখাতে হবে। উলেক্ষ্য গত বছর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সেন্দা, শিলাউর, হাবলাউচ্চ, বিরামপুর গ্রামে সংগঠিত কয়েক দফা গোষ্ঠিগত দাঙ্গায় দুই পক্ষের দুই জন নিহত হয়। আহত হয় শত শত মানুষ। এছারাও ৪ গ্রামের কয়েক হাজার ঘরবাড়ী-আসবাবপত্র ও ফসলীজমির ব্যপক ক্ষাতি হয়। ৪ গ্রামের নারী সহ অসংখ্য পুরুষ এলাকা ছাড়া দীর্ঘ দিন। দাঙ্গা অবশেষে গতকাল শালিশী মিমাংসায় নিস্পত্তি হয়। এতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।প্রেস বিজ্ঞপ্তি