সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার জন্য সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল: ব্রাহ্মণবাড়িয়া থেকে ৮১ জন
প্রতিবেদক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। সর্বমোট ছয় হাজার ৯৩৩ জন প্রার্থীকে নিয়োগের জন্য নির্বাচন করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের জেলাওয়ারী রোল নম্বর প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে। এ ছাড়া এ ফলাফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও (www.mopme.gov.bd) পাওয়া যাবে।
গত বছরের ১ জুলাই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। লিখিত পরীক্ষায় অংশ সাত লাখ ৫৫ হাজার ৬৬৮ জন প্রার্থী অংশ নেন। ২০ হাজার ৪৭৯ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অবতীর্ণ।
« মোমিনুল হক খান কিরনের কুলখানি অনুষ্ঠিত (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার জন্য সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল: ব্রাহ্মণবাড়িয়া থেকে ৮১ জন »