প্রস্তুত শোলাকিয়া মাঠ
পবিত্র ঈদুল আজহার ১৮৮তম জামাতের জন্য প্রস্তুত হয়েছে দেশের সর্ববৃহৎ ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের শোলাকিয়া। এ মাঠে নামাজ আদায় করবেন লাখো মুসল্লি।
শোলাকিয়া মাঠে ঈদের জামাত শুরু হবে সকাল ৯টায়। আলেম মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ নামাজে ইমামতি করবেন।
আয়োজকরা জানান, মুসল্লিদের চিকিৎসার সুবিধার্থে জেলা সিভিল সার্জন অফিস ও বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগে কয়েকটি অস্থায়ী মেডিকেল টিম ঈদগাহ মাঠের আশপাশে থাকবে। ঈদগাহ মাঠের আশপাশে ও শহরের বিভিন্ন মোড়ে মোড়ে ঈদ শুভেচ্ছা জানিয়ে একাধিক তোরণ নির্মাণ করা হয়েছে।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি জি এস এম জাফর উল্লাহ জানান, জামাতের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বৈরি আবহাওয়া থাকলেও মুসল্লিদের নামাজের সুবিধার্থে মাঠের পানি নিষ্কাশনসহ অন্যান্য সুবিধা রাখা হয়েছে।
পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান জানান, মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের সুবিধার্থে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠ ও এর বাইরে অবস্থান করবেন।