Main Menu

সাবেক আইনমন্ত্রীর ফাঁসি ও সাবেক উপজেলা চেয়ারম্যানের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

+100%-

কসবা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নির্বাচনী এলাকা কসবা-আখাউড়ায় ১৭ জনকে নির্বিচারে খুন ও আয়নাঘরের প্রতিষ্ঠাতা খুনি হাসিনার অবৈধ আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হকের ফাঁসি ও অবৈধ আইনমন্ত্রীর সাবেক এপিএস ও সাবেক উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবনের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার তিনলাখপীর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সৈয়দাবাদ কলেজ গেইটের বিপরীতে এসে সমবেত হয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা।

কসবা উপজেলা বাসীর ব্যানারে মানবন্ধনে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র আহ্বায়ক এম এ মান্নান, কসবা উপজেলা বিএনপি আহ্বায়ক এডভোকেট ফখর উদ্দিন খান, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক শরীফুল হক স্বপন, কসবা পৌর বিএনপি শরীফুল ইসলাম ভ’ইয়া, সদস্য সচিব আইয়ুম খা, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য বশির চৌধুরী, পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ ছানাউল্লাহ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি কামাল উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক মাসুদুল হক ও সদস্য সচিব জিয়াউল হুদা শিপনসহ অন্যরা। এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

বক্তারা মানববন্ধনে আইনমন্ত্রীর ফাঁসি ও উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার জীবনের গ্রেপ্তার ও বিচার দাবীতে বর্তমান অন্তবর্তী সরকারের নিকট জোর দাবী জানান। তাদের বিচার না হওয়া পর্যন্ত তারা বিভিন্ন কর্মসূচী পালন করে যাবেন। পাশাপাশি কসবা-আখাউড়রা বিএনপির রাজনীতিতে কেউ যেন উড়ে এসে জুড়ে বসার চেষ্টা না করেন এমন হুশিয়ারী উচ্চারন করেন নেতাকর্মীরা। পরে মানববন্ধন শেষে উপস্থিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করতে করতে তিনলাখপীর এসে কর্মসূচী সমাপ্ত করেন।






0
0Shares