Main Menu

ফুটবল খেলা দেখার সময়, চালা ভেঙে ১৫ দর্শক আহত

+100%-

broken
জেলার কসবা উপজেলার গোপীনাথপুরে ফুটবল খেলা দেখার সময় ঘরের চালা ভেঙে ১৫ জন আহত হয়েছেন।শনিবার বিকেলে গোপীনাথপুর শাহ আলম কলেজ মাঠে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, বিকেলে গোপীনাথপুর যুব তারুণ্য স্পোর্টিং ক্লাব আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। খেলা দেখতে মাঠের চারপাশ কানায় কানায় দর্শকপূর্ণ হয়ে উঠে। খেলা চলাকালে হঠাৎ কলেজের টিনশেড ঘরের চালা ভেঙে পড়ে ওপরে থাকা ১৭ জন আহত হয়।

এদিকে, চালা ভেঙে ১৭ দর্শক আহত হওয়ার ঘটনার পর খেলা বন্ধ হয়ে যায়।






Shares