Main Menu

থানা পুলিশের প্রতিরোধে কসবায় বালিকা বধু হতে পারেনি

+100%-

থানা পুলিশের প্রতিরোধে অবশেষে বালিকা আর বধু হতে পারেনি। এই ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা বাদৈর ইউপির মান্দাপুর গ্রামে। মান্দারপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণী ছাত্রী মান্দাপুর গ্রামের জামাল মিয়ার কন্যা ছাদিয়া আক্তার সুবর্ণাকে একই উপজেলার চন্দ্রপুর গ্রামের পিতা মৃত শহীদ মিয়ার পুত্র সিংগাপুর প্রবাসী মাঈন উদ্দিনের সাথে ২৪ জুন রবিবার দিন দুপরে বিবাহর দিন কনের বাড়িতে ধার্য্য করা হয়।
এই দিকে কসবা উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ উঠলে কসবা থানা ওসিকে দ্রুতগতিতে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।
কসবা থানার পুলিশ পরিদর্শক তদন্ত মৃনাল দেবনাথ পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্য বিবাহ প্রতিরোধ করেন। এবং বাল্য বিবাহ দেওয়া ও করা থেকে গ্রামবাসী সর্তক থাকার জন্য তিনি অনুরোধ করেন। কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালীর প্রশ্নের জবাবে নবাগত পুলিশ পরিদর্শক মৃনাল দেবনাথ বলেন “বাল্য বিবাহ তুই মানবসভ্যতার ঘাতক”।তাই এই ঘাতক প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। অবশেষে গ্রামের সচেতনমহল জানান “ পুলিশের হস্তক্ষেপে বালিকা সুবর্ণা আর বধু হতে পারেনি”।






Shares