কসবায় আবু জামাল খান মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আবু জামাল খান মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে কসবা উপজেলার শিকারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, শিকারপুর উচ্চ বিদ্যালয় ও আয়েশা খান কিন্ডার গার্টেন স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কসবা ও আখাউড়া উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৪৪ জন শিক্ষার্থীরা মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে প্লে গ্রুপে ১৮৭ জন, নারছারী ১৮৬জন, প্রথম শ্রেণীতে ১৭০ জন, দ্বিতীয় শ্রেণীতে ১৩৭ জন, তৃতীয় শ্রেণীতে ১১৮ জন, চর্তুথ শ্রেণীতে ৯৯ ও ৫ম শ্রেণীতে ৪৭ জন। এর মধ্য থেকে উত্তিন্নদের বিভিন্ন গ্রেডে ২৫০জনকে বৃত্তি প্রদান করা হবে। পরীক্ষা চলাকালে পরীক্ষার হল পরির্দশন করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক নূর মোহাম্মদ, গোপীনাথপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আকরাম খান, মেধাবৃত্তি পরীক্ষার পরিচালক হাজী আবু জামাল খান, শিকারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাদৈর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় গন্যমান্যরা।
এব্যপারে আয়েশা খান কিন্ডা গার্টেন ও মেধাবৃত্তি পরীক্ষার পরিচালক হাজী আবু জামাল খান বলেন, এই অঞ্চলের শিশুদের মেধার বিকাশ ও শিক্ষার মান উন্নয়নের লক্ষে আমরা মেধাবি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করছি। প্রতি বছর আমাদের পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে। ভবিষ্যতেও আমাদের এই প্রচেষ্টা অব্যহত থাকবে।প্রেস রিলিজ