কসবায় বিপুল পরিমান গাঁজা উদ্ধার
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গোপন সংবাদে অভিযান চালিয়ে ১ শত ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে কসবা থানা পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) ভোররাতে কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে উপজেলার কসবা-নয়নপুর সড়কের কায়েমপুর ইউনিয়নের সুবিধাপুর গ্রামের নাজির মিয়ার বাড়ির পাশে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় এসব গাঁজা উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরকারবারীরা।
পুলিশ জানায়, উপজেলা কায়েমপুর ইউনিয়নের সুবিধাপুর গ্রামে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমান গাজা মজুদ রয়েছে এমন সংবাদে সোমবার ভোররাতে অভিযান চালায় পুলিশ। পরে খুঁজতে গিয়ে ওই গ্রামের নাজির মিয়ার বাড়ির পাশে রাস্তার নিচে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি পাটের বস্তায় রক্ষিত প্যাকেটজাত অবস্থায় ১ শত ২০ কেজি গাজা উদ্ধার করে থানায় আনা হয়। মাদক উদ্ধারের ঘটনায় আসামী অজ্ঞাত দেখিয়ে বাদী হয়ে মাদক আইনে মামলা করেন কসবা থানা উপ-পরিদর্শক সাইফুল ইসলাম।
কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, জেলা পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেনের নির্দেশনায় মাদক উদ্ধারে আমরা প্রতিনিয়তই কাজ করছি। তারই ধারাবাহিকতায় সোমবার ভোররাতে উপজেলার সুবিধাপুর গ্রামে জনৈক নাজির মিয়ার বাড়ির নিকট রাস্তার পাশ থেকে ১শত ২০ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছি। মাদকের বিরুদ্ধে কসবা থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।