Main Menu

কসবায় ডেভিল হান্টে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান

+100%-

রুবেল আহমেদ : কসবায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছেন সন্ত্রাস বিরোধী মামলার আসামী সাবেক বাদৈর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোঃ তাজুল ইসলাম। রোববার সন্ধ্যার দিকে উপজেলার বাদৈর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত তাজুল ইসলাম ওই গ্রামের মৃত কমর উদ্দিনের ছেলে। সোমবার দুপুরে তাকে সন্ত্রাস বিরোধী মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন কসবা থানা পুলিশ। মামলা নং-২৭

মামলা সুত্রে জানা যায়, চলতি বছরের ৪ জানুয়ারী উপজেলার মেহারী ইউনিয়নের মেহারী বাজারে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের চেষ্টা করে। ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী সেখানে জড়ো হয়। এমতাবস্থায় স্থানীয় লোকজনের বাধা দেয়ার চেষ্টা করলে গ্রেপ্তারকৃত তাজুল ইসলামের নির্দেশনায় সেখানে সংঘষের্র চেষ্টা করে জড়ো হওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। স্থানীয়রা বিষয়টি কসবা থানাকে অবহিত করলে পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে পুলিশ যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায় গ্রেপ্তাকৃত তাজুল ইসলামসহ উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে ১০ জানুয়ারি কসবা থানা উপ-পরিদর্শক সোহেল শিকদার বাদী হয়ে গ্রেপ্তারকৃত তাজুল ইসলামসহ ২৯ জন ও শতাধিক অজ্ঞাত লোকজনকে আসামী করে ৬,৭ ও ১২ ধারায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন। ওই সন্ত্রাস বিরোধী মামলায় রোববার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয় সাবেক ইউপি চেয়ারম্যান তাজুল ইসলামকে।

কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের ঘটনার সত্যত্য নিশ্চিত করে জানান, চলতি বছরের জানুয়ারি মাসে সন্ত্রাস বিরোধী আইনে মামলার আসামী ছিলেন তিনি। রোববার সন্ধ্যায় তাকে দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।






Shares