Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মহাসড়কে সিএনজি চলাচল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

+100%-

কসবা উপজেলা প্রতিনিধি (ব্রাহ্মনবাড়িয়া) ::ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা সিলেট মহাসড়কে আজ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অটো রিক্শা (সিএনজি)চলার বন্ধের প্রতিবাদে কসবা তীললাখপীর নামক স্থানে অবরোধ করেছে প্রায় ৩/৪শত সিএনজি চালক ও শ্রমিক ইউনিয়নের সদস্য বৃন্দ।
তাঁরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। অবরোধের ফলে পথ যাত্রী,রোগীরা বিপাকে পড়েছে। পুলিশের পি-কাপ ভ্যানে  একজন মহিলা রোগীকে এনে মটর যান গাড়িতে তুলে দিতে দেখা যায়।

অবশেষে সিএনজি শ্র্রমিক ইউনিয়নের সভাপতিত্বে দারুল ইসলামের সভাপতিত্বে  তিনলাখপীর মোড়ে মহাসড়কে সিএনজি চলাচল বন্ধ করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জামাল মিয়া,মনির মিয়া,আলী হোসেন,কবীর মিয়া প্রমুখ। বক্তারা আঞ্চলিক মহাসড়কে সিএনজি চলাচলের জন্য জোরদাবী জানান। কসবা পুলিশের ব্যাপক তৎপরতায় অবশেষে অবরোধ প্রত্যাহার করতে শ্রমিকরা বাধ্য হয়। দীর্ঘ দেড় ঘন্টার পর মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে।

 






Shares