আইনমন্ত্রী আনিসুল হক এমপি’র ব্যক্তিগত তহবিল থেকে কসবা উপজেলায় ৫০০০হাজার শীতের কম্বল রিতরণ
খ.ম.হারুনুর রশীদ ঢালী, প্রতিনিধি কসবা ::কসবা উপজেলার ১০টি ইউনিয়ন ১টি পৌরসভায় মোট পাঁচ হাজার মানুষের মাঝে প্রতিবছরের ন্যায় এবারও ৫০০০হাজার (পাচ)শীতের কম্বল দিয়েছেন আইনমন্ত্রী ও কসবা উপজেলা আওয়ামীলীগ আহবায়ক কমিটির আহবায়ক এডভোকেট আনিসুল হক এমপি।
গতকাল ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে থেকে আইনমন্ত্রীর দেওয়া এ সব কম্বল প্রতিটি ইউনিয়নের মানুষের মাঝে বিতরণ করেন আইনমন্ত্রীর এপিএস ও কসবা উপজেলা আওয়ামীলীগ আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এডভোকেট রাশেদুল কায়সার জীবন। কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান উদ্দিন জুয়েল ও যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন এর নেতৃত্বে বিভিন্ন ইউনিয়নে ও পৌরসভার দলীয় সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের কাছে কম্বল বিতরণ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভুইয়া,কসবা উপজেলা আওয়ামীলীগ আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী,সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ইকবাল,কসবা উপজেলা কমিনিউটি পুলিশিং কমিটির সদস্য সচিব সফিকুল ইসলাম ভুইয়া রংগু,কসবা মহিলা দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর নিজাম উদ্দিন সরকার ধনু, কসবা পৌর কাউন্সিলর আবু জাহের, কসবা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রতন সরকার,কসবা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন,উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মানিক, সাংগঠনিক সম্পাদক রুস্তম খা প্রমুখ। আখাউড়া উপজেলাবাসীর মাঝেও শীতের কম্বল বিতরণ করা হয়েছে বলে আইনমন্ত্রীর এপিএস এডভোকেট রাশেদুল কায়সার জীবন এই প্রতিবেদককে জানান।