কসবায় বাদীকে মামলা তুলে নিতে আসামী পক্ষের হুমকি।অটো বাইক উদ্ধার ২জন গেফতার
প্রতিনিধি, কসবা (ব্রাহ্মণসবাড়িয়া):: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউপির সৈয়দাবাদ গ্রামের মোঃ রিপন মিয়ার একটি ব্যাটারী চালিত অটো বাইক চুরির ৪ মাস পর কুমিল্লা থেকে উদ্ধারসহ ২জনকে আটক করেছে থানা পুলিশ। মামলা তুুলে নিতে আসামী পক্ষদ্বয়রা বাদীকে জানমালের উপর হুমকিসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগও উঠেছে।
ঘটনায় প্রকাশ, গত ৬ আগষ্ট ২০১৪ইং রোজ বুধবার সন্ধ্যায় ৮টায় বুগীর সড়ক ও জনপথ রাস্তার উপর ব্যাটারী চালিত অটো বাইকটি রেখে চালক আলমগীর মিয়া প্রকৃতির ডাকে সারা দিতে গেলে পূর্ব পরিকল্পিত ভাবে চুরি করিয়া নিয়ে যায়। ব্যাটারী চালিত অটো বাইকটি বহু খোঁজা খুজি কওে না পেয়ে অবশেষে সন্ধান পেয়ে কসবা থানায় গত ৮ ডিসেম্বর মোঃ রিপন মিয়া (২২) পিতা-মোঃ আব্দুল আজিজ সাং-সৈয়দাবাদ নিজাম উদ্দিন খান (২৫) পিতা-মশিউর রহমান,সাং-সৈয়দাবাদ থানা-কসবা,মোঃ আলম মিয়া(৩২),পিতা-মৃত্যু-আব্দুল খালেক,সাং-টিকারচর,কুমিল্লা সহ অজ্ঞানামা আরো ৩জনকে আসামি কওে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর মামলার তদন্ত কর্মকর্তা আসেআই মোরশেদ আলম বিশেষ অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিওিতে অবশেষে ৪ মাস পর ব্যাটারী চালিত অটো বাইকটি উদ্ধারসহ উপরোক্ত দুইজনকে গ্রেফতার করেন।
পুলিশ কর্তৃক অটো বাইকটি উদ্ধারসহ দুই আসামীকে গ্রেফতারের পর থেকে আসামী পক্ষদ্বয়ের লোকজনরা মামলার বাদী মোঃ রিপন মিয়াকে মামলা তোলে নেওয়ার জন্য এবং মামলা তোলে না নিলে বাদীর বিরুদ্ধে আসামী পক্ষরা পরিকল্পিত ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানীসহ জীবননাশের হুমকি দিচ্ছে বলে ৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে কসবা উপজেলা প্রেসক্লাবে মামলার বাদী রিপন মিয়া সাংবাদিকদেের জানান।