Main Menu

খ.ম.হারুনুর রশীদ ঢালী মোহনা টিভির কসবা প্রতিনিধি

+100%-

কসবা প্রতিনিধি ঃ বেসরকারী  টিভি চ্যানেল “মোহনা টিভি”র ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার প্রতিািনধি হিসেবে গত ১০ নভেম্বর ২০১৪ইং নিয়োগ পেয়েছেন খ.ম.হারুনুর রশীদ ঢালী । তিনি  টেলিভিশন রিপোর্টাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ট্র্যাব)কেন্দ্রীয় কমিটির সদস্য,কসবা থানা প্রেসক্লাব(১৯৮১ইং) বর্তমানে ্কসবা উপজেলা প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি,পাক্ষিক অপরাধ পত্র পত্রিকা’র প্রতিষ্ঠাতা সম্পাদক/ প্রকাশক,মাদক মুক্ত কসবা চাই সংগঠনের সভাপতি ও দৈনিক সংবাদের কসবা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। খ.ম.হারনুর রশীদ ঢালী ১৯৭৯ সাল থেকে এই যাবৎ সুনামের সাথে সাংবাদিকতার পেশায় কাজ করে যাচ্ছেন।এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। তাঁর পেশাগত দায়িত্ব পালনে  সর্ব মহলের সহযোগিতা চেয়ে দোয়া কামনা করেছেন।