Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে :: ১০৯৫ প্যাকেট ভারতীয় বিভিন্ন প্রকার আতঁশ বাজি আটক

+100%-

03-10-2015ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার আখড় সীমান্ত এলাকায় অদ্য ০৩ অক্টোবর ২০১৫ তারিখ দুপুর ১২৪৫ ঘটিকায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কসবা বিওপির টহল কমান্ডার নায়েক মোস্তাফিজ এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ১০৯৫ (এক হাজার পঁচানব্বই) প্যাকেট ভারতীয় বিভিন্ন প্রকার আতঁশ বাজি আটক করা হয় যার আনুমানিক মূল্য ২,৩৭,৫০০/- (দুই লক্ষ সাতত্রিশ হাজার পাঁচশত) টাকা ।

কুমিল্লা সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার ও ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমান আতঁশ বাজি আটকের ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, সীমান্ত অতিক্রম করে যেন কোন প্রকার অবৈধ মালামাল বাংলাদেশের ভিতরে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্ত এলাকায় বিজিবি অত্যান্ত তৎপর রয়েছে। এ ব্যাপারের সীমান্ত এলাকার জনগনদের সার্বিক সহযোগীতা কামনা করেন।






Shares