১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান:: ১০৬ কেজি গাঁজা এবং ৪০ বোতল ফেনসিডিল আটক
ডেস্ক ২৪::অদ্য ২৪ ডিসেম্বর ২০১৫ তারিখ ভোর আনুমানিক ০৫০০ ঘটিকায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর কসবা কোম্পানী কমান্ডার জুনিয়র কর্মকর্তা মোঃ আমিনুর রহমান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার চকবস্তা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০৬ কেজি ভারতীয় গাঁজা আটক করেছে।
এছাড়াও আখাউড়া উপজেলার জাংগাইল সীমান্ত এলাকা হতে গংগাসাগর বিওপি কমান্ডার জুনিয়র কর্মকর্তা মোঃ জাহাংগীর আলম এর নেতৃত্বে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
এ ব্যাপারে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়কের সাথে যোগাযোগ করা হলে ভারতীয় গাঁজা এবং ফেনসিডিল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি বলেন মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।
« ভলিবল প্রতিযোগিতা- ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন চ্যাম্পিয়ন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) কসবায় আবু জামাল খান মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত »