বিনামূল্যে অক্সিজেন নিয়ে রোগীদের সেবায় কসবা করোনা ভাইরাস ইমার্জেসি সেল
কসবা প্রতিনিধি::মহামারী করোনা ভাইরাস দুর্যোগের প্রথম থেকে শুরু করে ২য় ধাপেও বিনামূল্যে অক্সিজেন নিয়ে রোগীদের সেবায় ছুটছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা করোনা ভাইরাস ইমার্জেসি সেল নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। শুধু অক্সিজেন সেবাই নয় এর পাশাপাশি খাদ্য সামগ্রী, ঈদ উপহারসহ বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।
আজ সকালে কসবা পৌর শহরে আপেল,আরিফ,সুমাই জাহান ভাবনা, মো:সালাউদ্দিন, মো:মোস্তাফিজুর রহমান করোনাকালে স্বাস্থসুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
কোন কিছু পাওয়ার আশা না করেই মৃত্যুপথ যাত্রী কিংবা অক্সিজেন সংকটাপন্ন রোগীদেরকে নীরবেই সেবা প্রদান করছেন এই সেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি। যেখানে অক্সিজেনের জন্য রোগীদের হাহাকার, রোগীর স্বজনদের আত্মচিৎকার, সেখানেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটছেন কসবা করোনা ভাইরাস ইমার্জেসি সেল সদস্যরা।
জানা যায়, প্রবাসীদের ও নিজেদের অর্থায়নে ১০টি সিলিন্ডার ক্রয়ের মাধ্যমে সংগঠনটি অক্সিজেন সিলিন্ডার সেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন। সংগঠনটি ক্ষুদ্র পরিসরে তাদের সেবা অব্যাহত রেখেছেন।