বিএসএফ কর্তৃক আটক দুই বাংলাদেশীকে বিজিবি কর্তৃক উদ্ধার
কসবায় ক্রিকেট খেলার সময় সীমান্তের ওপারে বল কুড়িয়ে আনতে গিয়ে বিএসএফ এর নিকট আটক হওয়া দুই বাংলাদেশী বালককে বিএসএসফ এর কাছ থেকে ফিরিয়ে এনে তাদের পিতা-মাতার নিকট হস্তান্তর করেছে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল।
কসবায় ০২ জন বালক যথাক্রমে (১) মোঃ আবু বক্কর(১৫), পিতা- মোঃ মতিউর রহমান, গ্রাম- হাকর এবং (২) মোঃ রাকিব (১৪), পিতা- মোঃ শহীদ মিয়া, গ্রাম- দক্ষিণ কসবা, উভয়ের পোঃ ও থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ক্রিকেট খেলার সময় সীমান্ত পিলার ২০৩৯ এর নিকট দিয়ে এক পর্যায়ে বল সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে তারকাটার ভিতরে চলে গেলে বল আনার জন্য অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করায় বিএসএফ এর টহল দল তাদেরকে আটক করে।
কমলা সাগর বিএসএফ কোম্পানী কমান্ডার কসবা বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ মোশাররফ হোসেনকে বিষয়টি মোবাইল ফোনে অবগত করলে সাথে সাথে বিজিবি কোম্পানী কমান্ডার বিষয়টি অধিনায়ক, ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নকে জানান। পরবর্তীতে অধিনায়ক ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিষয়টি সেক্টর কমান্ডার বিজিবি কুমিল্লাকে অবহিত করলে, সেক্টর কমান্ডার তাৎক্ষনিকভাবে পতাকা বৈঠকের মাধ্যমে বালকদের ফিরিয়ে আনার নির্দেশ প্রদান করেন।
অতঃপর কসবা কোম্পানী কমান্ডার তাৎক্ষনিকভাবে প্রতিপক্ষ কমলা সাগর বিএসএফ কোম্পানী কমান্ডারের সাথে বাংলাদেশ সময় বিকাল ৩টায় পতাকা বৈঠকের আয়োজন করেন। উক্ত পতাকা বৈঠকে সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনার মাধ্যমে বিএসএফ বালক দুটিকে বিজিবি’র নিকট হস্তান্তর করে।
পরবর্তীতে বালক ০২ জনকে স্থানীয় ওয়ার্ড কমিশনার এবং গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাদের অভিভাবকের নিকট হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।প্রেস রিলিজ