কসবা থানায় নবাগত ওসি মো: লোকমান হােসেন যোগদান
“পুলিশের পোষাককে ভালোবাসতে পারলে ভালো পুলিশ হওয়া যায়”- ওসি লোকমান হোসেন




কসবা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নবাগত ওসি মো:লোকমান হোসেন বলেন, পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করেন। পুলিশের সেবার মাধ্যমে জনগণের প্রকৃত বন্ধু হতে হবে। পুলিশের পোষাককে ভালোবাসতে পারলেই ভালো পুলিশ হওয়া যায় বলে তিনি অভিমত প্রকাশ করেন। পরিশেষে সকলের সহযোগিতা নিয়ে মাদক, সস্ত্রাস, ডাকাতি, ছিনতাই, অপরাধ মুক্ত করে কসবাকে একটি মডেল থানা গড়ার অঙ্গিকার করেন। কসবায় যোগদানের আগে তিনি লক্ষীপুর থানায় কর্মরত ছিলেন।
« সরাইলে সার ও বীজ বিতরণ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নবীনগরে বিদ্যুৎপৃষ্টে বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু »