দেশের মানুষের আশা আকাংখার প্রতীকে পরিণত হয়েছে জামায়াত- কর্মী সম্মেলনে নেতৃবৃন্দ
রুবেল আহমেদ : কসবায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) উপজেলার মেহারী ইউনিয়নের মেহারী বাজারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
হাফেজ ক্বারী আইয়ূব আহমাদের সঞ্চালনায় কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন মেহারী ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আবুল হোসাইন,
প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক সাবেক ছাত্রনেতা আতাউর রহমান সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা সেক্রেটারী মাওলানা শিবলী নোমানী, সাবেক উপজেলা আমীর মুজিবুর রহমান মাস্টার, হুমায়ুন কবির, সাদ উল্লাহ, মানজির মাস্টার, গোলাম মাওলা, নূরে আলম, এমদাদুল হক মাস্টার, হাফেজ মাওলানা আসাদুল্লাহ, মাওলানা মুখলেছুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক উপজেলা সভাপতি হাসনাত জামান, কুটি ইউনিয়ন সেক্রেটারী কবির আহমেদ, উপজেলা বায়তুল মাল সম্পাদক মাইনুদ্দীন আহমেদ, ইউপি জামায়াতের সেক্রেটারি আমানুল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
অতিথিগন তাদের বক্তব্যে বলেন, জামায়াত একটি নির্যাতিত দল। এ দলকে ধ্বংস করতে আওয়ামীলীগ এমন কোনো নির্মমতা নাই যা এই দলের নেতা-কর্মীদের উপর চালানো হয়নি। আজ মজলুম সংগঠনটি এদেশের মানুষের আশা- আকাঙ্ক্ষার প্রতিকে পরিণত হয়েছে। মায়া-মমতা ও ভালোবাসা ভরা একটি সমাজ কায়েম করাই এই কাফেলার উদ্দেশ্য।