কসবা প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে ১৮ গ্রামের হতদরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
কসবা প্রতিনিধি:: সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে মানুষ মানুষের জন্য এই শ্লোগানকে সামনে রেখেব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে উপজেলার ১৮গ্রামের হতদরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
আজ (১৬মে) দুপুরে কসবা উপজেলার কুটি চৌমুহনি সেন্টাল হাসপাতালের চত্বরে কসবা কল্যাণ সমিতির উদ্যোগে উপজেলার ১৮টি গ্রামের ৪শত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
কসবা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইকলিল আজম প্রধান অতিথি হয়ে গরিব অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। ঈদ সামগ্রী প্রদানকালে কসবা প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি শামীম ভুইয়া রিংকু, সমিতির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন,মনির হোসেন বাক্কু, আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ইতিমধ্যে ১ বার করোনা মহামারিতে কসবা উপজেলার ১৮টি গ্রামে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আজ ২য় বারের মত উপজেলার ১৮টি গ্রামের ৪শত গরীব অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী প্রদানে কসবা প্রবাসী কল্যাণ সমিতি মানুষ মানুষের জন্য কিছু করার চেষ্টা করছেন।
« নাসিরনগরে লটারির মাধ্যমে দ্বিতীয় দফায় কৃষক নির্বাচন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নবীনগরে জেল থেকে ছাড়া পেয়েই প্রতিপক্ষকে হামলা »