কসবা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন : বিনাপ্রতিদ্বন্দিতায় সভাপতি আনিসুল হক ও সাধারণ সম্পাদক জীবন
দীর্ঘ ৯বছর পর কসবা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন কসবা টি.আলী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ,দলীয় পতাকা উওলোনের মধ্যে দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। কসবা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আইনমন্ত্রী আনিসুল হক এমপির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন;বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
বিশেষ অতিথি ছিলেন;বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ এমপি,বাংলাদেশ আওয়ামী লীগত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী,দুযোর্গ ও ত্রাণ মন্ত্রণালয় ব্যবস্থাপনা সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ক্যাপ্টন এ বি তাজুল ইসলাম(অবসর প্রাপ্ত), ব্রাহ্মণবাড়িয়া ৫ আসন নবীনগর সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল,ব্রাহ্মণবাড়িয়া ১ নাসিরনগর আসনের সংসদ সদস্যএম ফরহাদ হোসেন সংগ্রাম,সংরক্ষিত মহিলা আসন ১২ সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন;বাংলাদেশ আওয়ামী লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আল মামুন সরকার, বিশেষ বক্তা ছিলেন; ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখারসহ-সভাপতি মজিবুর রহমান বাবুল।
সম্মেলন বাস্তবায়ন পরিষদের পক্ষে বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী লীগের কসবা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক এডভোকেট রাশেদুল কাওছার ভুইয়া জীবন,কাজী আজহারুল ইসলাম,রুহুল আমিন ভুইয়া বকুল,কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী প্রমুখ।
কসবা উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌর এলাকা থেকে দল বেধে হাজার হাজার নেতাকর্মী সমর্থকরা ব্যানারসহ সাড়িবদ্ধ হয়ে মিছিলে মিছিলে সম্মেলনে যোগ দেন।
দ্বিতীয় অধিবেশনে- বিনা প্রতিদ্বন্দিতায় কসবা উপজেলঅ আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি হলেন আইনমন্ত্রী আনিসুল হক ও সাধারণ সম্পাদক হলেন এড.রাশেদুল কাওছার ভুইয়া জীবন।