কসবায় ৩শত লোকের হজ্ব প্রশিক্ষণ প্রদান
খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পুরাতন বাজারস্থ দি ফুড প্যালস জনতা শপিং টাওয়ারে ইস্টার্ন ট্রাভেলস এর উদ্যোগে হাজী মো: গিয়াস উদ্দিনের ব্যবস্থপনায় তিন শত লোকের হজ্ব প্রশিক্ষণসহ আলাচনা সভা ১৩ জুলাই শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়।
আড়াইবাড়ী দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব গোলাম সারোয়ার সাঈদীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া।বিশেষ অতিথি ছিলেন ইস্টান ট্রাভেলস এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সেলিম মাস্টার।
প্রশিক্ষণে আলোচনা করেন; প্রভাষক হযরত মাওলানা নোমান ছিদ্দিকী,প্রভাষকউসমান গনী,মাওলানা দেলোয়ার হোসেন, হাজী গিয়াস উদ্দিন ও মো: গোলাম কিবরিয়া ,মাওলানা সুলতান মাহমুদ প্রমুখ।
উক্ত প্রশিক্ষণে হজ্ব পালন বিষয়ে বিস্তারিত আলোচনাসহ মদিনায় হেরেম শরীফের অতি নিকটে হাজ্বীদের সুব্যবস্থা প্রতিবছর হাজী গিয়াস উদ্দিন করে থাকেন বলে বক্তারা জানান। পরিশেষে হজ্ব প্রশিক্ষণে অংশকারীসহ সকল হজ্বগামী এবং পৃথিবীর মুসলমানদের শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন পীরজাদা আলহাজ্ব গোলাম সারোয়ার সাঈদী।