কসবায় ২০ বছরের বিরোধ মিমাংসা করলেন আইনমন্ত্রীর এপিএস এড.রাশেদুল কাউছার ভুইয়া জীবন
কসবাপ্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বায়েক ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা মাদলা ও খাদলা দুই অঞ্চলের দীর্ঘ ২০ বছরের বিরোধ চলে আসছিল। এতে করে দুই অঞ্চলের মানুষের জীবনযাত্রা ব্যাহতসহ আনন্দ উল্লাস আর ছেলে মেয়েদের শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে পড়েছিল । আইরনমন্ত্রীর এপিএস ও কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এড.রাশেদুল কাউছার ভুইয়া জীবন স্ব উদ্যোগে গত ১৬জুন শুত্রবার বিকালে মাদলা এলাকায় দুই অঞ্চলের সাহেব সর্দারসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতির মাধ্যমে অবশেষে দীর্ঘ দিনের বিরোধ মিমাংসা করতে সক্ষম হয়েছেন। এই মিমাংসায় দুই অঞ্চলের মানুষের মাঝে স্বত্তি ফিরে এসেছে বলে স্থানীয় এড.শাহজাহান,সালাম,বাশার মিয়া কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালীকে জানান। সীমান্তবর্তী জনগোষ্ঠীর শিক্ষার আলোয়ে আলোকিত হওয়ার জন্য নিজস্ব অর্থায়নে দুই অঞ্চলের লোকজন সর্বসম্মতি ভাবে মাদলা সোনার বাংলা এড.সিরাজুল হক মাধ্যমিক বিদ্যালয় স্থপন করার প্রস্তাব করা হয়। যাহা স্ব ইচ্ছায় বিদ্যালয়ের জমি আইনমন্ত্রী আনিসুল হক এমপির নামে আগামী ২৫ জুন ২০১৮ইং কসবা সাব রেজিষ্ট্রারী অফিসে সাব কাবলা দলিল প্রদান করার সিদান্তও নিয়েছেন এলাকাবাসী।
আইনমন্ত্রীর পক্ষ থেকে তার সহকারী একান্ত সচিব এড.রাশেদুল কাউছার ভুইয়া জীবন বলেন; এই অঞ্চলের বিরোধটা ছিল দীর্ঘ দিনের মূল সমস্যা। এলাকাবাসীর সর্ব সম্মতিত্রুমে দীর্ঘ দিনের সমস্যা আজ সমাধান হয়েছে। তাই বর্তমান সরকারের আইনমন্ত্রীর উন্নয়নের পাশাপাশি এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে শিক্ষা বঞ্চিত ছেলে মেয়েরা শিক্ষায় সুশিক্ষিত হয়ে মাদক মুক্ত সমাজ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখবে।