Main Menu

কসবায় মুক্তিযোদ্ধা পরিবারকে হত্যার হুমকি। থানায় জিডি

+100%-

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাবেক পোষ্ট মাষ্টার মরহুম জহিরুল আলম মিলনের পরিবারকে একই পাড়ার আবু হাসান সাজু নিজকে সচিব পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারসহ এই পরিবারকে মিথ্যা মামলা,হামলা দিয়ে হয়রানিসহ হত্যার করার হুমকি প্রদানের অভিযোগ উঠেছে।

মোছা: ফাতেমা বেগম গত ২০ নভেম্বর কসবা থানায় আবু হাসান সাজু সহ ৪ জনকে বিবাদী করে একটি সাধারণ ডাইরী দায়ের করেন। যাহার নং-১৬১টি।
ডায়রী সূত্রে প্রকাশ আবু হাসান সাজু, পিতা- মৃত আবু তালেব (ধনু) কসবা উপজেলা বায়েক ইউনিয়ন পরিষদের একজন সচিব হয়ে নিজেকে সচিব পরিচয় দিয়ে স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়াই কসবা-নয়নপুর সদর রোডে আব্দুল মোতালিব নামে রাস্তার ফলক সহ ঐ ফলকের অপর পাশে নিজেকে শুধু সচিব পরিচয় দিয়ে নামের ফলক স্থাপন করেন।
স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগে ফলকটি ভেংগে এনে মুচলিকা গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম। স্থানীয় প্রশাসন ফলক ভেংগে নিয়ে আসায় ক্ষিপ্ত হয়ে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আশরাফুল আলম জয়কে গত ১৪ নভেম্বর ২০১৭ইং বায়েক রাস্তায় প্রকাশ্য হত্যার হুমকি প্রদান করেন।

আবু হাসান সাজু গংদের অত্যাচারের বীর মুক্তিযোদ্ধা জহিরুল আলম মিলনের পরিবারের সদস্যরা জান মালের নিরাপওা হীনতায় ভুগছে বলে বীরমুক্তিযোদ্ধার স্ত্রী ফাতেমা বেগম স্থানীয় সাংবাদিকদেরকে জানান। আইনমন্ত্রীর কাছে অপরাধী সাজু গংদের বিরুদ্ধে দৃটান্তমূলক শাস্তির দাবী জানান মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। এই দিকে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন জানান,পুলিশ পরিদর্শক মুজিবুর রহমান (৩) কে সরেজমিনে তদন্তক্রমে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেছেন।






Shares