Main Menu

কসবায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১:: এলাকায় থমথমে ভাব

+100%-

full_1238548888_1428263179ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রতিপক্ষের হামলায় আবদুল মালেক (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত আবদুল মালেক কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুরিবাড়ি গ্রামের মৃত আলফু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেল ৫টার দিকে আবদুল মালেক তার বাড়িতে ঘর নির্মাণের জন্য ইটবোঝাই নৌকা নিয়ে হাতুরিবাড়ি গ্রামে আসছিলেন। পথিমধ্যে বাড়ির পাশের একটি বিলে পুঁতে রাখা মাছ ধরার জালের খুঁটি সঙ্গে মালেকের ইটবোঝাই নৌকার সঙ্গে ধাক্কা লেগে খুঁটিটি ভেঙে যায়। এসময় জালের মালিক বড় মিয়ার সঙ্গে মালেকের বাকবিতণ্ডা হয়।

পরে সন্ধ্যা সাড়ে ৬টায় হাতুরিবাড়ির পশ্চিমপাড়া এলাকায় বড় মিয়া ও তার সমর্থকরা মালেককে একা পেয়ে বেধড়ক পেটায়। এ নিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত হন মালেক। পরে তাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়ার পথে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।



« (পূর্বের সংবাদ)



Shares