Main Menu

কসবায় দুই ইউপির নবনির্বাচিত ১৩ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ১৩ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কসবা উপজেলার ৮নং কুটি ইউনিয়ন পরিষদ ও ১নং মূলগ্রাম ইউনিয়ন পরিষদ ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের সভাপতি কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম।

কুটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ১২জন ও মূল গ্রাম ইউনিয়নের ১জন মোট ১৩ জন সদস্য ও মহিলা সদস্যার শপথ বাক্য পাঠ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৮নং কুটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ছাইদুর রহমান স্বপন, সহকারী কমিশনার ভূমি জাহাঙ্গীর হোসেন, উপজেলা উপবৃওি কর্মকর্তা আবু জাফর আহাম্মদ, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ,ম,হারুনুর রশীদ ঢালী প্রমুখ।

এছাড়াও দুই ইউনিয়নের সরকার দলীয় নেতা কর্মী,শিক্ষক,সাংবাদিক, মুক্তিযোদ্ধা প্রমুখরা উপস্থিত ছিলেন।

কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম বলেন, জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখে সরকারের উন্নয়নকে গতিশীল করার আহবান জানান। নবাগত সকল নির্বাচিত ইউপি সদস্যরা স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে মিলেমিশে ইউনিয়নের স্ব স্ব ওয়ার্রডের সেবার মান বৃদ্ধি করবে বলে শপথ বাক্যে ব্যক্ত করেন।






Shares