কসবায় টাইগার ওয়েলফেয়ার এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ২ লক্ষ টাকার দুগ্ধ গাভী প্রদান
সাদ্দাম হোসাইন: ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই কাজ করছে ‘টাইগার ওয়েলফেয়ার এসোসিয়েশন’। ব্রাক্ষণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন এলাকায় স্বেচ্ছাসেবী-অরাজনৈতিক সংগঠন টাইগার ওয়েলফেয়ার এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী প্রতিবারের ন্যায় এবারও অনুষ্ঠিত হলো অত্যন্ত ব্যতিক্রমী আয়োজনে।
ঈদ যেন প্রিয় মানুষগুলোকে একই ফ্রেমে বাঁধার দিন। ঈদ যেন দূরে-প্রবাসে আবস্থানকারীদেরও শৈশবকালের প্রিয় মুখগুলোর সাথে আড্ডা দেবার দিন। ঈদ যেন প্রিয় মানুষদের সাথে মনের না বলা কথাগুলো ভাগাভাগির সুযোগ করে দেয়। তাইতো ঈদকে ঘিরে সবাই মেতে ওঠে অফুরন্ত উল্লাসে। এরই ধারাবাহিকতায় স্বেচ্ছাসেবী-অরাজনৈতিক সংগঠন টাইগার ওয়েলফেয়ার এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হলো ১৭ জুন রোববার রাতে। গোপীনাথপুর উত্তরপাড়াস্থ মরহুমা রাবেয়া ইসলাম হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা প্রাঙনে সাবেক ইউপি সদস্য (মেম্বার) মো. শাহ আলমের সভাপতিত্বে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মো. বাছির ভুঁইয়া।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. মিলন খান জীবনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন আলহাজ্ব আবদুল মতিন ভুইয়া, মো. নূর আলম খান, জাহাঙ্গীর আলম ভুইয়া, সফিকুল ইসলাম ভুইয়া সেলিম, দেলোয়ার হোসেন ভুইয়া রিপন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অ্যাডভোকেট জহিরুল ইসলাম খন্দকার, মো. জামাল ভুইয়া, মো. জিতু ভুইয়া, মো.ইদ্রিস খন্দকার, মো. নজু খন্দকার, লতিফ ভুইয়া, শাহজাহান ভুঁইয়া, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে পাঁচজন হাফেজ-সাতজন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। তাছাড়া সুবিধাবঞ্চিত ছয়জনকে দেয়া হয় দুগ্ধ গাভী ও নগদ অর্থ সহায়তা। সবশেষে তিতাস ক্যাবল পরিবারের সৌজন্যে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী ৬১ জনকে পুরস্কার হিসেবে প্রদান করা হয় বৃক্ষের চারা।