কসবায় গণমাধ্যমকর্মীদেরকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হবে
কসবা প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ আলম বলেছেন,গণমাধ্যমকর্মীরা করোনা মোকাবেলায় সম্মুখযোদ্ধা। জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা মাঠে কাজ করছেন।স্থানীয় সরকার ও আইনমন্ত্রী আনিসুল হক এমপি মফস্বল এলাকার মাঠ পর্যায়ে গণমাধ্যম কর্মীরা করোনায় আক্রান্তের আশস্কা থাকেন।
আজ (১৪মে) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কসবা উপজেলা টেলিভিশন সাংবাদিক ক্লাবের সাথে উপরোক্ত কথা বলেন।
তিনি আরও বলেন গণমাধ্যম,ডাক্তার,নার্স,মাঠ পর্যাযের স্বাস্থ্য কর্মীদের স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী প্রদান করা হবে।
এই সময় উপস্থিত ছিলেন,কসবা টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি ও মোহনা টিভি কসবা উপজেলা প্রতিনিধি খ.ম.হারুনুর রশীদ ঢালী, বঙ্গ টিভি কসবা উপজেলা প্রতিনিধি এস এম নাছির উদ্দিন খান,চ্যানেল এস কসবা উপজেলা প্রতিনিধি নাজমুল হক,সিএনএন বাংলা টিভির উপজেলা প্রতিনিধি জুলেখা আক্তার, এসটিভি বাংলা কসবা প্রতিনিধি ফারজানা রশীদ ঢালী কাশমী,দেশ টিভি বাংলা জেলা প্রতিনিধি পারুলা রশীদ ঢালী,২৪ঘন্টা টিভি কসবা প্রতিনিধি আফরোজা রশীদ ঢালী হাসি, চ্যানেল ২৬টিভি কসবা প্রতিনিধি আকলিমা রশীদ ঢালী পিংকী, ব্রাহ্মণবাড়িয়া টিভি কসবা প্রতিনিধি বায়েজিদ পাঠান ঢালী,চ্যানেল নিউজ বিশেষ প্রতিনিধি মোঃকবীর হোসেন প্রমুখ।
« নবীনগরে করোনার উপসর্গ নিয়ে একজন স্বাস্থ্য সহকারীর মৃত্যু (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ঘরে সাড়ে ৭ মাসের শিশু, তবুও বিরামহীন কসবার এসিল্যান্ড হাসিবা »