কসবার খাড়েরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও মহিলা-পুরুষ প্রার্থীদের ব্যস্ততা
খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি :: মামলা জনিত কারনে ১ বছর তিন মাস পরে কসবা উপজেলার খাড়েরা ইউনিয়ন পরিষদ নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে আগামী ২০ আগষ্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৪শ’ ৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার-৭ হাজার ১শ’ ২৯ জন আর মহিলা ভোটার সংখ্যা-৭ হাজার ৩শ’ ৬০ জন।
নির্বাচনকে সামনে রেখে সকল প্রার্থীরা বিজয়ের লক্ষ্যে মাঠে ময়দানে পোষ্টারে ছয়লাব করে ফেলেছে এবং প্রার্থীরা এলাকা চষে বেড়াচ্ছেন । শনিবার কসবা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো: নুরে আলম কসবা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদেরকে জানান; খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৪ জন ও সংরক্ষিত আসনের সদস্য পদে ৬ জন এবং সাধারণ সদস্য পদে ২৪ জন প্রার্থী । প্রার্থীদের মধ্যে ১ জন চেয়ারম্যান প্রার্থী ও সংরক্ষিত আসনের মহিলা ৩ জন এবং পুরুষ সদস্য ৬ জন মোট ১০ জন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে। বর্তমানে ভোটারদের দ্বারে দ্বারে ভোট ও দোয়া চাচ্ছেন চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের কবির আহাম্মদ খাঁন (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মো: মিজানুর রহমান (ধানের শীষ),স্বতন্ত্র ২জন আবুল কালাম (আনারস),ফরিদ উদ্দিন আহাম্মদ (ঘোড়া) প্রর্তীক নিয়ে মাঠে কাজ করছেন। নৌকা ও ধানের শীর্ষ প্রার্থীর মাঝে ব্যাপক ভোট যোদ্ধ হবে বলে ভোটারসহ এলাকার সচেতনমহল জানান। সংরক্ষিত ১নং ওয়ার্ড থেকে মোছাম্মদ শিউলী আক্তার, ৪নং ওয়ার্ড থেকে মো: আবু সেলিম, ৯নং ওয়ার্ড থেকে আবু মুছা বিনা প্রতিদ্বন্বীতায় নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে মাঠে জয়ের আশায় দৌড়ঝাপ দিচ্ছেন তারা হলেন যথাক্রমে সংরক্ষিত ২নং ওয়ার্ড থেকে কুলসুম খানম (বক), মোছাম্মদ পারভিন আক্তার (কলম), মোছাম্মদ সোহেরা বেগম (মাইক), লাইলা সুলতানা (হেলিকপ্টার), সংরক্ষিত ৩নং ওয়ার্ডে আমেনা বেগম (কলম), রেহেনা আক্তার (সূর্যমুখী ফুল), সাধারণ ১নং ওয়ার্ডে মো: খোকন মিয়া (মোরগ), মো: সাকের (ফুটবল), সুমন মিয়া (টিউবওয়েল), ২নং ওয়ার্ডে মো: আলাউদ্দিন (মোরগ), মো: আবু কাউছার (ফুট বল), মো: আবুল কালাম (টিউবওয়েল),৩নং ওয়ার্ডে মো: বাবুল ভুইয়া (ফুটবল), মো: তারেক মাহমুদ (তালা), মো: মহিউদ্দিন (টিউবওয়েল), মো: হানিফ মিয়া মোরগ), ৫নং ওয়ার্ডে আমিন আহাম্মদ মীর (ফুটবল), এরশাদুর রহমান (তালা), ফয়েজ আহাম্মদ ( বৈদ্যুতিক পাখা), মো: আব্দুল খালেক মোরগ), ৬নং ওয়ার্ডে কামাল উদ্দিন (ফুটবল), মো: জাহাঙ্গীর আলম (তালা), মো: অলি মিয়া (মোরগ), ৭নংওয়ার্ডে মো: আবু সাইম (ফুটবল), মো: মনির হোসেন মোরগ), ৮নং ওয়র্ডে আতিকুর রহমান (টিউবওয়েল), মফিজুল ইসলাম (মোরগ), মিজানুল ইসলাম (ভ্যানগাড়ি), মো: সোলেমান (বৈদ্যুতিক পাখা), হেফজু ভুইয়া (ফুটবল) উপরোক্ত মার্কা নিয়ে প্রার্থীরা নির্বাচনের প্রচার প্রসারে ব্যস্ত সময় কাটাচ্ছেন বলে এলাকাবাসী জানান।